প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার।

মানিকগঞ্জ প্রতিনিধি: মোঃ সুমন আহম্মেদ 

মানিকগঞ্জে জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম।

গ্রেফতাররা হলেন সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকার আব্দুল আলীর ছেলে মো. রবিউল হাসান (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. হাবিবুর (২১) এবং একই উপজেলার বায়রা এলাকার ফারুক হোসেনের ছেলে নাঈমুর হোসেন শাওন (২৭)।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর বুধবার রাত ১০টা ১৫ মিনিটে সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকার শাহীন ইটভাটার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে রবিউলের কাছ থেকে ১৫ পিস, হাবিবুরের কাছ থেকে ১০ পিস এবং নাঈমুরের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি মানিকগঞ্জের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়