প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় স্বামীর হাত-পা বেঁধে পুরুষাঙ্গ কর্তন!

মো: ওসমান গণী, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :

বগুড়ার শহরতলীর বারোপুর স্কুল পাড়ায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে ঘুমন্ত স্বামী রাজু মন্ডল (৪২)-এর হাত-পা বেঁধে পুরুষাঙ্গ কর্তন করেছেন স্ত্রী তানজিলা।

আহত রাজু মন্ডলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিলো এ দম্পতির মধ্যে। তবে এমন ভয়াবহ পরিণতি হবে তা কেউ ভাবতে পারেননি।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এক রাতের পারিবারিক কলহ রূপ নিলো রক্তাক্ত ট্র্যাজেডিতে, বাকরুদ্ধ স্থানীয়রা

  • সর্বশেষ
  • জনপ্রিয়