প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ‌নদীতে গোসল করতে গিয়ে পানিতে  ডুবে দাদি নাতি সহ ‌ তিনজনের মৃত্যু

সুমন মুন্সী, জেলা প্রতিনিধি ফরিদপুরঃ
ফরিদপুরে ‌ পানিতে  ডুবে দাদি নাতি সহ ‌ তিনজনের মৃত্যু হয়। 
এ ঘটনায় ‌ দুজনকে উদ্ধার করা গেলে ও এক জনকে  উদ্ধার করা যায়নি। জানা গেছে আজ বৃহস্পতিবার 
দুপুর অনুমান ১.৩০ মিনিটের দিকে   দাদি 
মালা বেগম (৬০) 
স্বামী দেরাজ উদ্দিন মৃধা, 
সাং- মধ্য ভাসানচর, থানা কোতোয়ালী, জেলা ফরিদপুর ও তাহার দুই নাতি 
তৌসিফ মৃধা  ও 
সোয়াদ মৃধা কে নিয়ে দুপুরে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। 
নদীতে অনেক স্রোত  ছিল , তৌসিফ মৃধা  ও সোয়াদ মৃধা সাঁতার না জানার কারণে তারা দুইজনেই  স্রোতের পানিতে  তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে যে, তাদের দাদি মালা বেগম তাদেরকে সাঁতরে উদ্ধার করতে গেলে তিনি নিজেও স্রোতে পানিতে  তলিয়ে যায়।

বিকাল চারটার  সময় এলাকার লোকজন আবুল মেম্বার এর বাড়ির পাশে নদীতে লাশ ভাসতে দেখে,তখন  এলাকার মানুষ নদীতে নেমে মালা বেগম এবং তার নাতি তৌসিফ মৃধার লাশ নদীর পানি থেকে উপরে উঠায়। সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। 

 মালা বেগমের আরেক নাতি সোয়াদ  মৃধাকে এখনো পাওয়া যায় নাই।নদীতে সোয়াদ মৃধার লাশের খোঁজাখুঁজি অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়