প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসা ও এতিমখানায় তারেক রহমানের অনুদান বিতরণ

মো: ওসমান গণী, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। শনিবার দুপুরে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ অনুদান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুদান হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ। এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, তারেক রহমান সবসময়ই এতিম-অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। এ কার্যক্রম তারই ধারাবাহিকতা।

অনুদান পেয়ে খুশি শিক্ষার্থীরা, দোয়া করেন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়