প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় চালকসহ দুজন নিহত

মো: ওসমান গণী, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজন। বৃহস্পতিবার ভোরে উপজেলার মহাসড়কে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাককে পেছন থেকে দ্রুতগতির পাথরবোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দু’টি উদ্ধার করে এবং মরদেহ থানায় নিয়ে যায়। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের অন্ধকারে ট্রাকটির পেছনে দাঁড়িয়ে থাকা বুঝতে না পেরে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিবগঞ্জ হাইওয়ে থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়