
দেলোয়ার হোসেন
সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে গত( ২৪ সেপ্টেম্বর ২০২৫) তারিখ ভোর রাতে অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে র্যাব ১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার, দারুসসালাম থানাধীন দক্ষিণ কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কেয়ারী বুরুজ এপার্টমেন্টে অভিযান পরিচালনা করে ০১টি দুইনলা বিদেশী বন্দুক, ৫০টি লিড কার্তুজ, ০৩ টি সুইচ গিয়ার এবং ০১ টি মোটর সাইকেল উদ্ধার করে। এই ঘটনায় মোঃ আজগর হোসেন (৩০), পিতা-মোঃ আতিকুর রহমান, মাতা-মোসাঃ হাসিনা আক্তার, সাং-উত্তর মুরাদাবাদ, (আলী মেম্বার এর বাড়ী) থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম'কে আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কেয়ারি বুরুজ এপার্টমেন্টের ১৩ তলার দুটি ফ্ল্যাটে অবস্থান করে কিছু অসাধু ব্যক্তি অস্ত্র ক্রয়-বিক্রয় ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এরইপ্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল উক্ত এপার্টমেন্টের ১৩ তলার দুটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানে আটককৃত যুবক আজগরের ভাড়া করা ফ্ল্যাটে তার ব্যবহৃত ট্রাংকের ভিতর থেকে ০১টি দুইনলা বিদেশী বন্দুক, ৫০টি লিড কার্তুজ, ০৩ টি সুইচ গিয়ার এবং এপার্টমেন্টের গ্যারেজ থেকে ০১টি মোটর সাইকেল উদ্ধার করে। ফ্ল্যাটে অবস্থান করে তারা মাদক ব্যবসা ও সেবন করে বলে এরকম অনেক প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে আজগরকে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য উপস্থিত জনতার তথ্যমতে, একই এপার্টমেন্ট এর পার্শ্ববর্তী তৌহিদ সরকার রবি (৩৫) এর ভাড়া বাসাটি তল্লাশি করে ১৩.৫ কেজি গাঁজা, ৯৬ পিস ঞধঢ়বহঃধফড়ষ ঞধনষবঃং, নগদ ৭,৫৫,৪৮০/- টাকা, বৈদেশিক মুদ্রা ০৫ রিয়াল, ১০ ডলার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। স্থানীয় প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তৌহিদ সরকার রবি (৩৫) এবং পাপিয়া আক্তার দোলা (২৩) দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের পাশাপাশি অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা পরষ্পর যোগসাজসে অস্ত্র ক্রয়-বিক্রয়, মাদকদ্রব্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করতো। এই চক্রের অন্যান্য সদস্য মোঃ তৌহিদ সরকার রবি (৩৫), পাপিয়া আক্তার দোলা (২৩) এবং বাবুকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় ডিএমপির দারুস সালাম থানায় ০১টি অস্ত্র মামলা এবং ০১টি মাদক মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী আজগর (৩০)‘কে পরবর্তী আইনানুগ কার্যক্রম করার জন্য দারুস সালাম থানা, ডিএমপি, ঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে।