প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

​আবু বক্কর সিদ্দিক, উখিয়া:

কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা পৃথক দুটি অভিযানে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি টহল দল ক্যারাঙ্গাঘোনা খাল এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে মায়ানমার থেকে আসা এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাকে আটকাতে এগিয়ে যায়। কিন্তু ওই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি লুঙ্গি মোড়ানো প্যাকেট থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরের দিন, রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পালংখালী বিওপি’র আরেকটি দল আঞ্জুমানপাড়া পানির পয়েন্ট এলাকায় অভিযান চালায়। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মায়ানমার থেকে আসা দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারাও পালিয়ে যায়। সেখান থেকে একটি প্যাকেটে ভর্তি ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​উভয় ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারীদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়