
মিলন শেখ:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর উদ্যোগে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ) বিকেলে চিনাশুখানিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে চিনাশুখানিয়া দাখিল মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খাননের সভাপতিত্বে এবং আব্দুল আলীমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল বারিক পিপিএম। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক সমাজ ও দেশের জন্য একটি ভয়ংকর অভিশাপ। এ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।” বক্তারা সবাই মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকাবাসীকে একযোগে কাজ করার আহ্বান জানান।