প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে লাকসামে পিএফজি'র আলোচনা সভা

হামিদুল ইসলাম, 
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি। 

"সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি" এ শ্লোগান কে সামনে রেখে কুমিল্লার লাকসামে আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

২১ সেপ্টেম্বর (রোববার) বিকালে সুরক্ষা সিটির সিটির ৭ম তলায় গ্রীন ক্যাসেল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউকে এইড সমর্থিত মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্টেবিলিটি (MIPS) প্রকল্পের অংশ হিসেবে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইউথ পিস অ্যাসেম্বলি গ্রুপ (ওয়াইপিএজি) যৌথভাবে এ আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল— “Act Now for a Peaceful World” (এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি)।

পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসাডর আবুল হোসেন মিলন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ভিন্নমত দমন এবং সাম্প্রদায়িক সহিংসতা শান্তি প্রতিষ্ঠার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই অহিংস মনোভাব, সহিষ্ণুতা, করুণা ও ভালোবাসার চর্চার মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

সভায় বক্তারা আরও বলেন, “অসহিষ্ণুতা ও সহিংসতা মানুষকে ধ্বংস করে দেয়। তাই মানুষের উচিত পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করা।”

এ সময় তারা গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আলোকে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, যুবনেতা, সাংবাদিক, সামাজিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়