প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার: বিজিবি'র বিশেষ অভিযানে সাফল্য

আবু বক্কর সিদ্দিক, উখিয়া: 

মাদক পাচার বিরোধী এক বড় অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের উখিয়া থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। রবিবার দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপি'র একটি বিশেষ টহলদল দুপুর ১২:১০ মিনিটে আঞ্জুমানপাড়া পানির পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। প্রায় ১০ মিনিট পর মিয়ানমার থেকে দু'জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জের মুখে পাচারকারীরা দ্রুত দৌঁড়ে আঞ্জুমানপাড়া গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে একটি খাকি প্যাকেটের ভেতর ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পলাতক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।" তিনি আরও বলেন, "বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর ভূমিকা পালন করছে।" উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

​উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়