প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ইলেকট্রিক ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের মানববন্ধন

ইয়াছিন মিয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: 
আজ রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক, থ্রি-হুইলার গাড়ি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে প্রায় ৫০ লক্ষাধিক ইলেকট্রিক ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল করছে। এ যানবাহনের চালক ও শ্রমিকরা জীবিকার জন্য নির্ভরশীল হলেও সরকারি স্বীকৃতি ও আইনি কাঠামোর অভাবে তারা নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

তাদের দাবি, সমগ্র বাংলাদেশে ইলেকট্রিক ব্যাটারি চালিত অটোরিকশা, ইজিবাইক ও থ্রি-হুইলার যানবাহনগুলোর জন্য নীতিমালা প্রণয়ন করে বিআরটিএ’র মাধ্যমে ৫০ লক্ষ বিদ্যমান চালককে দক্ষ করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। একইসঙ্গে প্রকৃত চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং চলমান যানবাহনের নিবন্ধন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে।
বক্তারা আরও বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। কেবলমাত্র জীবিকার নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতেই এই আন্দোলন।”
মানববন্ধনে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। তারা ঘোষণা দেন, দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়