প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়া রাইফেল ক্লাবে শুটিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

কুষ্টিয়া প্রতিনিধি : এস,এম, বাদল 
কুষ্টিয়া রাইফেল ক্লাবে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত শুটিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাইফেল ক্লাবের পয়েন্ট ১৭৭ ইয়ার রাইফেল শুটিং কোটে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।
১৬ থেকে ১৮ বছর বয়সী শুটাররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। টানা কয়েকদিনের উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শেষে সেরা শুটারদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে এ ধরনের প্রতিযোগিতা বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অংশগ্রহণকারীদের উৎসাহিত করে বলেন, এই প্রতিযোগিতা কেবল প্রতিযোগিতা নয়; বরং এটি নতুন প্রজন্মকে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে অনুপ্রাণিত করার এক বিশেষ উদ্যোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়