প্রকাশিত : ৩০ জুন, ২০২৫, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অশ্রুসিক্ত বিদায় ডি মারিয়ার, শেষ ইউরোপ অধ্যায়

ছবিঃ সংগ্রহীত।

মাইদুল হক মিকুঃ 

ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে চেলসির খেলোয়াড় ও কোচিং স্টাফ। বিপরীত চিত্র বেনফিকার অর্ধে—চোখেমুখে হতাশা, বুকে কষ্ট। মাঠের এক কোণায় দাঁড়িয়ে অঝোরে কাঁদছিলেন আনহেল ডি মারিয়া। সেই কান্না ছিল শুধু একটি ম্যাচ হেরে যাওয়ার নয়, ইউরোপীয় ফুটবলে এক বর্ণাঢ্য অধ্যায়ের শেষের অশ্রু।

চেলসির বিপক্ষে হেরে বিদায় নিয়েছে বেনফিকা, আর সেই সঙ্গে ইউরোপীয় ফুটবল থেকেও বিদায় জানালেন ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা ডি মারিয়া। ২০০৭ সালে রোজারিও সেন্ট্রাল ছেড়ে পা রেখেছিলেন ইউরোপের মাটিতে। প্রথম ঠিকানা ছিল এই বেনফিকা। এরপর একে একে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাস—সব বড় ক্লাবেই রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর।

ম্যানইউতে সংক্ষিপ্ত সময় বাদ দিলে ডি মারিয়ার পুরো ক্যারিয়ারই ছিল দারুণ সাফল্যময়। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে তার ছিল অনন্য অবদান। কিংবদন্তিদের কাতারে ঠাঁই পাওয়া এই ফুটবলার এখন ফিরছেন শৈশবের ক্লাবে—রোজারিও সেন্ট্রাল। সেখান থেকেই টানবেন দীর্ঘ, গৌরবময় ফুটবলজীবনের শেষ পর্দা।

চোখের জলে ভেজা সেই বিদায়ী মুহূর্ত যেন বলে দিচ্ছিল—একটি অধ্যায়ের ইতি, একটি যুগের অবসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়