প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ট্রাক সহকারী নিহত

মো: ওসমান গণী, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান দিঘলকান্দি এলাকায় ভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ট্রাকের সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে নিহত ট্রাক সহকারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

মহাসড়কে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা, ঝরছে নিরীহ প্রাণ। তবুও থামছে না বেপরোয়া গতি আর অসচেতনতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়