প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় চকলেট–কসমেটিকসসহ ১৩ লাখ টাকার পণ্য জব্দ, কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ২

ইয়াছিন মিয়া 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশ জানায়, রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সদর থানাধীন পশ্চিম মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় একটি মিনি কাভার্ড ভ্যান থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে— নেসলে কিটক্যাট ২১ হাজার ৩৭৬ পিস, পলো মিন্ট ৫ হাজার ৭৪০ পিস, গার্নিয়ার ফেসওয়াশ ৫৫০ পিস, আলপেনলিবে ক্রিম ২ হাজার ৪৪৮ পিস, আলপেনলিবে ক্যারামেল টফি ১ হাজার ৯৪৪ পিস, জুনিয়র হরলিক্স ৭০ পিস, স্নিকার্স ১২ হাজার ৬৬৪ পিস, ডেইরি মিল্ক চকলেট ৬ হাজার ৭৮০ পিস এবং টমেটো কেচাপ ৯৬ পিস। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ১৩ লাখ ১৬ হাজার ১০০ টাকা।

গ্রেফতারকৃতরা হলো— সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর গ্রামের রাজু (২২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা গ্রামের রাজু ইসলাম (২৫)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্য ও মিনি কাভার্ড ভ্যান বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়