প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার ধামরাইয়ে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের নামে প্রতারণার

কাতিক ঘোষ ঃ-

অভিযোগে মোঃ উজ্জল মিয়া ওরফে জাহিদ (৩৫) নামে এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোঃ জালাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার উজ্জল মিয়া ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল মিয়া স্বীকার করেছেন যে তিনি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির প্রলোভন দেখিয়ে অভিভাবকদের কাছ থেকে জনপ্রতি ৮ লাখ টাকার বিনিময়ে টাকা হাতিয়ে নিতেন। অনেকের চাকরি হলেও  অনেকের হতো না। তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোঃ জালাল উদ্দিন বলেন,গ্রেপ্তারকৃত উজ্জলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়