
মো: ওসমান গণী : শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জে ইজিবাইক চুরি করতে গিয়ে আবারও জনতার হাতে ধরা খেল কুখ্যাত চোর নাছের আলি। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কুড়াহার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, নাছের আলি নামুজার সোরাব আলির ছেলে। কয়েক দিন আগেও উপজেলার ভাইয়ের পুকুর এলাকায় আরেকটি ইজিবাইক চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে সে। এরপর বুধবার দুপুরে কুড়াহার রাস্তার মোড়ে একটি ইজিবাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী তাকে ধাওয়া দেয়। এ সময় চোর নাছের চুরি করা ইজিবাইক ফেলে পালানোর চেষ্টা করে। তবে মুহূর্তেই জনতা তাকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়।
পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় নাছেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে এলাকায় বারবার চুরির ঘটনায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি—চুরি দমনে প্রশাসনের কঠোর নজরদারি বাড়াতে হবে।