প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসা সীমিত করার হুঁশিয়ারি যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবিঃ সংগ্রহীত।

মাইদুল হক মিকুঃ 

অনিয়মিত অভিবাসীদের ফেরত নিতে অস্বীকৃতি জানানো দেশগুলোর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে যুক্তরাজ্য। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সতর্ক করে বলেছেন, প্রয়োজনে এসব দেশের জন্য ভিসা নীতি সীমিত, স্থগিত বা বাতিল করা হতে পারে।

সম্প্রতি লন্ডনে গোয়েন্দা তথ্য বিনিময় সংস্থা ‘ফাইভ আইস’–এর বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। বৈঠকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার স্বরাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

মাহমুদ বলেন, “যাদের আমাদের দেশে থাকার অধিকার নেই, তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে। কিন্তু যদি কোনো দেশ তাদের নাগরিকদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে আমরা ফাইভ আইস অংশীদারদের সঙ্গে যৌথভাবে ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করতে পারি।”

পটভূমি ও প্রেক্ষাপট

  • ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা এ বছরই ৩০ হাজার ছাড়িয়েছে—যা গত বছরের তুলনায় ৩৭% বেশি।

  • শাবানা মাহমুদকে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী কেইর স্টারমার। তার প্রথম দিনেই রেকর্ডসংখ্যক ১,০৯৭ অভিবাসী চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছান।

  • প্রধানমন্ত্রী স্টারমার আগেই জানিয়েছিলেন, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে কোনো দেশ কতটা সহযোগিতা করছে, তার ভিত্তিতেই ব্রিটিশ ভিসা দেওয়া হবে।

বিশেষজ্ঞ ও প্রতিক্রিয়া
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরির পরিচালক ড. ম্যাডেলিন সাম্পশন মনে করেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের মতো দেশের নাগরিকদের যুক্তরাজ্যের ভিসার চাহিদা অনেক বেশি। ফলে এসব দেশ ভিসা সীমিত করার হুমকিকে গুরুত্ব সহকারে নেবে।

অন্যদিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা ক্রিস ফিলপ লেবার সরকারের সমালোচনা করে বলেন, “শুধু কথায় নয়, এখন বাস্তবিক কঠোর পদক্ষেপ নেওয়ার সময়।”

সারসংক্ষেপ
যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর এই হুঁশিয়ারি দেখিয়ে দিলো যে, অভিবাসন ইস্যুতে দেশটি আগের চেয়ে আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে। এখনো কোন দেশগুলো ভিসা সীমিতকরণের আওতায় আসবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়