প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি

ছবিঃ সংগ্রহীত।

মাইদুল হক মিকুঃ 

নেপালে আবারও জেন-জি তরুণদের আন্দোলনে উত্তেজনা ছড়িয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে বিক্ষোভ করে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে তারা। আন্দোলনের শীর্ষ নেতা সুদান গুরুং এর নেতৃত্বে তরুণরা স্লোগান দিতে থাকে।

নেপালি সংবাদমাধ্যম সেতুপতি জানিয়েছে, বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন— তরুণদের মতামত ছাড়াই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। গুরুং ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, “ওম প্রকাশ আরিয়াল ভেতরে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন! আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না।”

গত সপ্তাহে বিক্ষোভে আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও এবার নতুন করে আন্দোলনে অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রী কার্কি আইনজীবী ওম প্রকাশ আরিয়ালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের নেতৃত্বে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি তিনি রামেশ্বর খানালকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে জ্বালানিমন্ত্রী হিসেবে মনোনীত করেন। এছাড়া সাবিতা ভান্ডারীকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার সকালে কার্কি তার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের আলোচনা শুরু করেন। পরিকল্পনা অনুযায়ী, তার মন্ত্রিসভায় সর্বাধিক ১১ জন সদস্য থাকবেন।

উল্লেখ্য, জেন-জি আন্দোলনের চাপের মুখে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করলে সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করা হয়। তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে আগামী ৫ মার্চ নির্বাচনের ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়