প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গলাচিপা সরকারী ডিগ্রী কলেজ নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠান

মু: খালিদ হোসেন মিল্টন, গলাচিপা, পটুয়াখালী থেকে

২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তিকৃত ছাত্র ছাত্রীদেরকে বর্ণাঢ্য আয়োজন ফুলের শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ দিয়ে নবীন বরণ ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গলাচিপা সরকারি ডিগ্রী কলেজ কর্তৃপক্ষের আয়োজনে মঙ্গলবার সকাল নয় ঘটিকায় কলেজ অডিটিয়ারিয়াম হলে অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান সহকারী অধ্যাপকের সভাপতিিত্বে পরিচিত সভার প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলেজ অধ্যক্ষ মোঃ ফোরকান কোবির।
বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান , প্রভাষক আব্দুল ওহাব, প্রেসক্লাব সভাপতি সাবেক গভর্নিং কমিটির সদস্য সাংবাদিক মু: খালিদ হোসেন মিল্টন।
অনুষ্ঠানের শুরুতেই নবগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ও গোলাপ ফুলের স্টিক এবং শিক্ষা উপকরণ খাতা-কলম প্রদান করেন।
অনুষ্ঠানে কলেজের সকল অধ্যাপক সহকারী অধ্যাপক প্রভাষক সহ বিভিন্ন ছাত্র সংগঠনের সভাপতি ও সম্পাদক ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার ও ইসলামী শাসনতন্ত্র গলাচিপা উপজেলা এবং কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিতি থেকে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানায়।  উল্লেখ্য যে দক্ষিণ অঞ্চলের সর্ব বৃহত্তম ডিগ্রী কলেজটি ১৯৬৯ সনে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষা সংস্কৃতি সহ শিক্ষার সাফল্য নিয়ে এগিয়ে চলছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজ প্রভাষক মোসা: কামরুন্নাহার পলি।
পরে শিক্ষার্থীদের মনোরঞ্জনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়