
মাসুম বিল্লাহঃ
নেপালে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে। টানা উত্তেজনার মধ্যে মঙ্গলবার পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার সরকারের অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকেও কাঠমান্ডুর রাস্তায় ধাওয়া করেছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।
চোখ ধাঁধানো এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ৬৫ বছর বয়সী অর্থমন্ত্রী প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন, আর পেছনে শতাধিক বিক্ষোভকারী তাকে ধাওয়া করছে। হঠাৎ এক তরুণ লাফিয়ে উঠে তাকে লাথি মারেন। ভারসাম্য হারিয়ে তিনি লাল দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তবে মুহূর্তেই উঠে আবার দৌড়াতে থাকেন পাউডেল। ভিডিওটি এরপরই শেষ হয়ে যায়।
বিক্ষোভের সূত্রপাত হয় সোমবার, যখন সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে তরুণ প্রজন্ম রাস্তায় নামে। ওইদিন পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং শত শত মানুষ আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার শেষমেশ সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নেয়। তবুও উত্তাল জনতা সরকারের পুরোপুরি পতনের দাবিতে আজও আন্দোলন চালিয়ে যাচ্ছে। কাঠমান্ডু পুলিশের মুখপাত্র শেখর খানাল জানান, মঙ্গলবার অনেক গোষ্ঠী কারফিউ উপেক্ষা করেছে। বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনাও ঘটছে।
নেপালের রাজনীতিতে জেন-জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এ বিক্ষোভ এখন সরকারকে কোণঠাসা করে তুলেছে।