প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের প্রধান বিপদ তাঁর অজ্ঞতা: মার্কিন গণমাধ্যম

মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক ডেস্কঃ

আমেরিকার খ্যাতনামা সংবাদমাধ্যম হাফপোস্ট যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কঠোর সমালোচনা করেছে। পত্রিকাটি জানিয়েছে, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে অর্থনীতি ও পররাষ্ট্রনীতি—প্রায় সবক্ষেত্রেই ট্রাম্পের সিদ্ধান্তগুলো ছিল ভুল ধারণা ও ভিত্তিহীন আত্মবিশ্বাসের ফসল। এসব সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই বিপজ্জনক পরিণতি বয়ে আনতে পারত।

ট্রাম্প শপথ নেওয়ার মাত্র ১০ দিন পর ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পাহাড়ি অঞ্চলের দুটি জলাধার থেকে বিলিয়ন গ্যালন পানি ছাড়ার নির্দেশ দেন। তাঁর ধারণা ছিল, এতে লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে আসবে। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন—“আজ ১.৬ বিলিয়ন গ্যালন এবং আগামী তিন দিনে আরও ৫.২ বিলিয়ন গ্যালন পানি ছাড়া হবে।”
কিন্তু সেই পানি লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়নি, বরং নদীতে বন্যার আশঙ্কা দেখা দেয়। স্থানীয় জল ব্যবস্থাপকদের তাৎক্ষণিক পদক্ষেপ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে বড় বিপর্যয় এড়ানো যায়। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যালেক্স প্যাডিলা ঘটনাটিকে “একটি বিপজ্জনক প্রচারণার স্টান্ট” বলে আখ্যা দেন।

হাফপোস্ট আরও উল্লেখ করেছে, ট্রাম্পের চাপিয়ে দেওয়া বাণিজ্য শুল্কের কারণে পণ্যের দাম হঠাৎ বেড়ে যায়। এর প্রভাব সরাসরি পড়ে আমেরিকার কৃষক, উৎপাদনকারী এবং সাধারণ ভোক্তাদের ওপর। বিশেষজ্ঞদের মতে, এটি ট্রাম্পের “অজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত” ছিল, যার খেসারত দিতে হয়েছে দেশের অর্থনীতিকে।

ট্রাম্পের প্রশাসনে কাজ করা শীর্ষ কর্মকর্তারাও তাঁর অজ্ঞতার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন।

  • জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, ট্রাম্প সত্য ও মিথ্যার পার্থক্যই বুঝতে পারেন না।

  • প্রাক্তন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস মন্তব্য করেন, ট্রাম্পের শিক্ষা “পঞ্চম-ষষ্ঠ শ্রেণির ছাত্রের সমান।”

  • সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তাঁকে সরাসরি “একজন সম্পূর্ণ বোকা” বলেন।

  • হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ জন কেলিও তাঁকে “বোকা” আখ্যা দিয়েছিলেন।
    এছাড়া ট্রাম্পের বইয়ের সহলেখক চার্লস লিয়ারসন তাঁকে বলেছেন “চরম অজ্ঞ এবং বুদ্ধিবৃত্তিক চিন্তাধারাহীন।”

ট্রাম্প প্রায়শই অদ্ভুত সব দাবি করেছেন। তিনি বলেছিলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে আরও উপকূলীয় জমি তৈরি হবে। আবার দাবি করেছিলেন, তিনি ওষুধের দাম ১,৫০০ শতাংশ কমিয়ে দেবেন। এর মানে ওষুধ বিনামূল্যে দেওয়ার পাশাপাশি রোগীদের হাতে নগদ টাকাও দিতে হবে!

হাফপোস্ট জানিয়েছে, ট্রাম্প অনেক সময় গোয়েন্দা সংস্থার রিপোর্টের চেয়ে নিজের ব্যক্তিগত ক্লাবের সদস্যদের গল্পকে বেশি গুরুত্ব দিতেন। জন বোল্টন উদাহরণ টেনে বলেছেন, ট্রাম্পের এক বন্ধু নাকি তাঁকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে “জাপানে আমেরিকার বিশাল জমি রয়েছে যা বিক্রি করা সম্ভব।”

হাফপোস্টের বিশ্লেষণে স্পষ্ট, ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় বিপদ তাঁর অজ্ঞতা। আর এই অজ্ঞতাই যুক্তরাষ্ট্রকে একের পর এক অচিন্তিত সিদ্ধান্তের মুখে ঠেলে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়