
আবু সালমান, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
দুই সপ্তাহের টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধির ফলে রামগতির চরগাজী ইউনিয়নের বয়ারচর এলাকায় মোহাম্মদপুর তেগাছিয়া খালের ওপর নির্মিত 'তেগাছিয়া' সেতুর দুপাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বাহন বন্ধ রয়েছে। ফলে উপজেলা মৎস্য অবতরণ কেন্দে র সঙ্গে রামগতি বাজার, রামগতি মাছঘাট, টাংকি বাজার, চেয়ারম্যান ঘাট এমনকি হাতিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে রামগতির বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া কৃষিপণ্য পরিবহণসহ ও প্রয়োজনীয় কাজে দুর্ভোগ পোহাচ্ছে দুপাড়ের কয়েক হাজার মানুষ। উপজেলা জানা যায়, ২০১৮ সালে উপজেলার চরগাজী ইউনিয়নের মোহাম্মদপুর তেগাছিয়া বাজার এলাকায় দুই কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) লক্ষ্মীপুর। পাশেই আধুনিক মৎস্য অবতরণ কেন্দ গড়ে তোলা হয়। রামগতির মেঘনা নদী হতে আহরিত ইলিশ ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ওই অবতরণ কেন্দে বিক্রি করেন জেলেরা। প্রতিদিন লাখ লাখ টাকার এসব মাছ নির্দিষ্ট গন্তব্যে সরবরাহ করতে এই
সেতুটি ব্যবহার করতে হয়। এছাড়া ওই এলাকায় উৎপাদিত ফসল ও বিভিন্ন পণ্য পরিবহণের জন্য তেগাছিয়া সেতুটিই একমাত্র মাধ্যম। স্থানীয় বাসিন্দা আবদুল আলিম বলেন, সেতুর সংযোগ সড়ক ধসে পড়ায় এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ সব ধরনের লোকজন চরম দুর্ভোগে পড়েছে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। স্থানীয় ব্যবসায়ী আলফাজ উদ্দিন বলেন, এখানকার মৎস্য অবতরণ কেন্দ থেকে ইলিশের বড় একটি অংশ বাণিজ্যিকভাবে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। সেতুটির দুই পাড়ের সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মাছের পাইকার ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রামগতি উপজেলা প্রকৌশলী স্নেহাল রায় বলেন, সড়ক ভেঙে যাওয়ার খবর পেয়ে আমরা সরেজমিন পরিদর্শন করেছি। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সংস্কার করে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিভাগকে অবগত করা হয়েছে।