
হাফিজুর রহমান গাজীপুর
শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (পাকৃবি) "প্রয়োজনভিত্তিক মূল্যায়নের ওপর ভিত্তি করে আউটকাম ভিত্তিক শিক্ষা, পাঠ্যক্রম উন্নয়ন" শিরোনামে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওবিই পদ্ধতির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীরা কী শিখছে এবং তাদের শেখার ফলাফল কীভাবে বাস্তব জীবনে প্রযোজ্য হচ্ছে, তা নিরূপণ করা। একই সাথে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর নির্দেশনা মোতাবেক পাঠ্যক্রম তৈরি ও পরিমার্জনের জন্য একটি সমন্বিত ও চাহিদাভিত্তিক মূল্যায়ন কার্যক্রম প্রস্তুত করা। আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। প্রশিক্ষণে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রোগ্রাম সেক্ষ অ্যাসেসমেন্ট কমিটি এবং নিড বেইজড অ্যাসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দ। এ সময় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ড. আইভী বলেন, "বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার কাঠামোতে পরিবর্তন আনা জরুরি। সেই লক্ষ্যে ওবিই পদ্ধতি আমাদের সঠিক পথ দেখাবে।" পরে কর্মশালার মূল আলোচক হিসেবে নিড বেজড অ্যাসেসমেন্ট কমিটির আহবায়ক প্রফেসর ড. এম. ময়নুল হক ওবিই ভিত্তিক পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা ও এর প্রভাব নিয়ে পদ্ধতিগত বিশদ আলোচনা করেন। এরপর ফিশারিজ অনুষদের পক্ষ থেকে অনুষদের শিক্ষক প্রফেসর ড. দিনেশ চন্দ্র সাহা ওবিই-ভিত্তিক শিক্ষার কাঠামো ও বাস্তবায়ন নিয়ে একটি চমৎকার উপস্থাপনা প্রদান করেন। প্রেজেন্টেশন শেষে ভাইস-চ্যান্সেলর এর পরিচালনায় এক প্রাণবন্ত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষকগণ গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। পরে জেলা মৎস্য কর্মকর্তা মূল প্রবন্ধের গভীরভাবে পর্যালোচনা করে সমুদ্র অর্থনীতি, ম্যানগ্রোভ ফরেস্ট ও দেশের উপকূলীয় অঞ্চলের বিশাল সম্পদকে বিবেচনা করার বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করেন। সময় উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, "শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে শুধু ডিগ্রি নিয়ে নয়, প্রকৃত দক্ষতা ও সক্ষমতা নিয়ে বেরিয়ে যাবে এ লক্ষ্যেই আমাদের প্রতিটি পাঠ্যক্রম সাজাতে হবে। আউটকাম ভিত্তিক শিক্ষা এমন একটি দৃষ্টিভঙ্গি, যা শিক্ষার্থীদের বাস্তব জীবন ও চাকরির বাজারের চাহিদার সঙ্গে সংযুক্ত করে। আমরা যদি গুণগত শিক্ষা নিশ্চিত করতে চাই, তাহলে পাঠ্যক্রমে যুগোপযোগী পরিবর্তন আনতে হবে। তবেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ওবিই বাস্তবায়নে দেশের অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠানে পরিণত হবে।" প্রধান অতিথির বক্তব্যের পরে প্যানেল আলোচনা ও পরবর্তীতে করণীয় বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।