প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবির চারুকলা বিভাগে জোনাকি আগমন অনুষ্ঠান

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষ্যে জোনাকি আগমন উৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গগণ হরকরা গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভাগটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং বিভাগের সকল শিক্ষককে গাছের চারা উপহার দেয়া হয়। 

এসময় বিজয় কর্মকার এবং সানজিদা রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মো: কামরুল হাসান, প্রভাষক ইমতিয়াজ ইসলাম, রায়হান উদ্দিন ফকির, রফিকুল ইসলাম, তানিয়া আফরোজ এবং অনিন্দিতা হাবিব। এছাড়া এসময় বিভাগটির ছয়টি ব্যাচের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, বিশ্বের সকল সৃজনশীলতায় শিল্পীদের ছোঁয়া আছে। সৃষ্টিশীল কাজে চারুকলার শিক্ষার্থীরা অনবদ্য। এছাড়া এসময় তিনি বিভাগটির সকলের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের সুভাষিত ঘ্রাণের সাথে তুলনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়