প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসিরনগরে শারদীয় দূর্গোপুজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা।

এম এ ফয়সাল মুর্শেদ,স্টাফ রিপোর্টার 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে ১৩৮টি মন্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দূর্গোপুজা-২০২৫ প্রস্তুতিমুলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন নাছরীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলায় সারদী দুর্গা পুজা উৎসবমুখর পরিবেশে  অনুষ্ঠিত হয় এ বিষয়ে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি মো: তানজিল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুগবুল হোসেন, থানা অফিস ইনচার্জ তদন্ত তানভীর আহমেদ,সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: আল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ইসহাক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খাদের, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা দুর্নীতি দমন কমিশন সাধারণত সম্পাদক আক্তার হোসেন ভুইয়া, এনসিপি উপজেলা সমন্ময়ক হাফিজ মিয়া, উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট সভাপতি প্রিয়তোষ আচার্য্য, প্রল্লব চক্রবতী, সচিন্দ্র সরকার।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পজা মন্ডপের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়