প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহ সদর উপজেলার ৬নং গান্না ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম হোসেনঃ

ঝিনাইদহ সদর উপজেলার ৬ নম্বর গান্না ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সংগ্রামী সফল সভাপতি এ্যাডঃ কামাল আজাদ পান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর থানা বিএনপি'র যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল খালেক, সদর উপজেলা বিএনপি'র যুব বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব জুলফিকার আলী ভুট্টো, ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি, আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপি'র যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ৬নং গান্না ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী মাস্টার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ গোলাম সরোয়ার।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৬ নম্বর গান্না ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ।
প্রধান অতিথি এ্যাডঃ কামাল আজাদ পান্নু তার বক্তব্যে বলেন, বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের দল। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ইউনিয়নের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই লক্ষ্য সাধারণ মানুষের মন জয় করে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে হবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় করে সকলের নিকট দোয়া চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়