
কাতিক ঘোষ ( ধামরাই ঢাকা প্রতিনিধি)
ঢাকার ধামরাইয়ে আসন্ন শারদীয়া দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধামরাই থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, উপজেলায় ১৯৮ টি পূজা মন্ডবে যাতে ভালোভাবে ও সুন্দর পরিবেশে সম্পূর্ণ হয় সেজন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে, পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবে এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলো বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী, যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী ও বিভিন্ন পুজা মন্ডবের সভাপতি, সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।