প্রকাশিত : ১২ জুন, ২০২৫, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ে তাকবির! আল্লাহু আকবার। নারায়ে রিসালাত! ইয়া রাসুলাল্লাহ (সাঃ)। ইয়া আলি! ইয়াআলি!

৪৩তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন কুষ্টিয়ায়

জাহেদুর রহমান:

কুষ্টিয়া, পূর্ব মিল পাড়া – বিশ্ব মানব ধর্ম কেন্দ্রের প্রধান কার্যালয়ে আগামী ২৮, ২৯ ও ৩০ আষাঢ় (বাংলা), যা ইংরেজি তারিখ অনুযায়ী ১২, ১৩ ও ১৪ জুলাই (শুক্র, শনি ও রবিবার), অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৩তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক।

এই মহান ওরশ শরীফের আয়োজক পিরকেবলা হযরত শাহ সুফি সৈয়দ আমজাদ নুরুল হুদা ওরফে মুসাফির মৌলা এ শের মস্তান কালেন্দারী (রঃ)। তিনি তাঁর আত্মিক সাধনার মাধ্যমে মানবতার বার্তা ছড়িয়ে দিয়েছেন।

? তিনি বলেছেন:
"যিনি চুপ রইয়াছেন, তিনিই মুক্তি লাভ করিয়াছেন।"
আল কুরআনই জীবন– মরন মঙ্গল প্রাণ।
থাকিতে যে মরে, তিনিই মুসাফির মাওলায়ে শেরে মস্তান।

? এই মহা অনুষ্ঠানে দেশজুড়ে সকল আশেক ও ভক্তবৃন্দকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে আধ্যাত্মিক আলোচনা, মিলাদ মাহফিল, জিকির-আসকার ও দোয়া অনুষ্ঠিত হবে।

? স্থান: বিশ্ব মানব ধর্ম কেন্দ্র, প্রধান কার্যালয়, পূর্ব মিল পাড়া, কুষ্টিয়া।
? তারিখ: ২৮-৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ | ১২-১৪ জুলাই ২০২৫ | শুক্র-রবি
? উদ্যোক্তা ও আয়োজক: জেলা প্রতিনিধি জাহিদুর রহমান
? শুভেচ্ছান্তে: প্রদান খাদেম শাহ সৈয়দ কুতুব মস্তান

  • সর্বশেষ
  • জনপ্রিয়