
এস এম বাদল, কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে দাওয়াতুন্নবী (সা.)-এর আহ্বানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লাহিনী দক্ষিণপাড়া রেগুলেটর মোড় এলাকায় অবস্থিত মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য মোস্তফা আল মুজাহিদী। সভার সভাপতিত্ব করেন ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আমির আতিয়ার রহমান এবং সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রুহুল আমিন বলেন, “দেশে ইসলামের বিজয় নিশ্চিত করতে হলে সব ইসলামি দলকে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। ইসলামী শক্তিগুলো যদি মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়, তবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। বিশেষ অতিথি মোস্তফা আল মুজাহিদী বলেন, “দেশে ইসলামী আইন ও শাসনব্যবস্থা সুসংহত করতে রাষ্ট্রক্ষমতায় ইসলামী ঐক্য আন্দোলনের বিকল্প নেই। ইসলামই মানুষের মুক্তির একমাত্র পথ, তাই সবাইকে ইসলামের দাওয়াত সর্বস্তরে পৌঁছে দিতে হবে।” তিনি আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি, মাদক ও অন্যায় প্রতিরোধে কুরআন-সুন্নাহর নির্দেশনা মেনে চলা জরুরি। এজন্য দল-মতের ঊর্ধ্বে উঠে ইসলামি আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে সমাজে ন্যায়নীতি, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশের শান্তি, কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল ইসলাম। এছাড়াও অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।