
কুষ্টিয়া প্রতিনিধি : এস,এম,বাদল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া জেলায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী তিনি জেলা শহরসহ বিভিন্ন পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ সুপার বলেন, “দুর্গাপূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে কেউ যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি আরও জানান, প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা মনিটরিং, টহল ব্যবস্থা এবং জেলা পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। যেকোনো সমস্যা বা অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান জানান। পূজা মণ্ডপ পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।