প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনমালিন্য সৃষ্টি হলেই রাস্তা বন্ধ করার অভিযোগ, শতাধিক পরিবারের চলাচল বিঘ্ন সৃষ্টি 

সিরাজুল ইসলাম, জেলা প্রতিনিধি। 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামে কারো সাথে মনমালিন্য সৃষ্টি হলেই এক পরিবার প্রাচীণতম রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায়, শতাধিক পরিবারের চলাচল বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাতে দৈনিন্দের কাজকর্ম ব্যাঘাত সৃষ্টি সহ ছাত্রছাত্রীরা স্কুল মাদরাসায় যেতে পারছে না বলে জানান স্থানীয়রা।

(২৪ অক্টোবর)
 বুধবার সকাল থেকে এই রাস্তা বন্ধ করে দেন শ্রীপুর গ্রামের কাস্মীরী হাটির মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ শাহজাহান মিয়া।

ভূক্তভূগী সুধন মিয়া জানান, আমাদের শ্রীপুর গ্রামের কাস্মীরী হাটির ৮০- ১০০ পরিবারের ৩-৪ হাজার মানুষের বসবাস করে। তাদের বাড়ি থেকে রাস্তায় যাতায়াত, বিলে ও গোরস্তানের যাওয়ার এই রাস্তাটি ৮০-১০০ পরিবারের কারো সাথে কোন মনমালিন্য সৃষ্টি হলেই শাহজাহান মিয়া তাহার ভাই ভাতিজা নিয়ে বাড়ির সামনে রাস্তা বন্ধ করে দেয়। তাহার বাড়ির পাশ দিয়ে মেইন রোডে রাস্তা যাওয়ার কারনে সেই এত গুলো পরিবারের হাজার হাজার মানুষের শোষণ করে খেতে চাই। বিভিন্ন অজুহাতে এই পরিবার গুলোর কাছ থেকে টাকা দাবী করে। আমরা রাস্তা খোলে দেওয়ার পাশাপাশি এমন অন্যায়, শোষণেন যথাযথ বিচার দাবি করছি। 

মোঃ শাহজাহান মিয়া জানান, আমাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আমার জায়গার উপর দিয়ে বুক ফুলিয়ে চলবে তা হতে পারে না। তাই আমার জায়গা দিয়ে কারো রাস্তা দিবো না বিদায় রাস্তাটি বন্ধ করে দিয়েছি।

সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ জালাল মিয়া জানান, এই রাস্তাটি দিয়ে শতাধিক পরিবার নিয়মিত চলাচল করে স্বাধীনতা আগ থেকে। তাই রাস্তাটি সরকারি বরাদ্দে ইট সোলিং করা হয়েছে। 

শাহজাহান মিয়া যখন ইচ্ছা রাস্তা বন্ধ করে দিবে সেটা কখনো নিয়মের মধ্যে হতে পারে না বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়