প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবদল নেতা মাসুমের মুক্তির দাবিতে রাজধানী মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল

মোঃ ইব্রাহিম হোসেনঃ

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মদন পৌর বিএনপির সম্মানিত সদস্য শরীফুল আলম মাসুমের মুক্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার মোহাম্মদপুর থানা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি আয়োজন করেন, মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩২ নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সফল আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক কমীবান্ধব জননেতা মেহেদী হাসান রুবেল। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ সহ নেত্রকোনা জেলার মোহাম্মদপুরে বসবাস নেতাকমী বৃন্দ।
এ সময় মেহেদী হাসান রুবেল বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে মিথ্যা মামলায় শরীফুল আলম মাসুমকে সাজা প্রদান করা হয়েছে। অনতিবিলম্বে শরীফুল আলম মাসুমের সাজা বাতিল করে নি:শর্ত মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, ঢাকা সিএম এম কোর্টে, ২০১২ সালের বিস্ফোরক আইনে বনানী থানায় আওয়ামী লীগের মামলায় ২০২৩ সালের রায়ে ২বছরের সাজাপ্রাপ্ত হয়। এ মামলায় ২১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার জামিন না মঞ্জুর করে জেলা হাজতে প্রেরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়