
মোঃ ফেরদৌস হোসেন উপজেলা প্রতিনিধি বদলগাছী, নওগাঁ। তাং-২২-০৯-২০২৫ ইং।
নওগাঁর বদলগাছী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। এতে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সভাপতি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, “উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসারসহ প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।”
এসময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে কয়েকটি প্রস্তাবনা উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে, প্রতিটি পূজা মণ্ডপে বিদ্যুৎ ও আলোকসজ্জা নির্বিঘ্ন রাখা, শৃঙ্খলা রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করাসহ সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও সাংবাদিক থানা পুলিশ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।