
মানিকগঞ্জ প্রতিনিধি : মোঃ সুমন আহম্মেদ
মানিকগঞ্জ, জেলা দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়ন এর ১নং ওয়ার্ড এর পার রৌহা গ্রাম এ ঘটনাটি ঘটে, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়ন পার রৌহা কাটাখালী গ্রামে।
ভুক্তভোগী আল-আমীন জানান, তার বিরুদ্ধে পরকিয়া নাটক সাজিয়ে অভিযোগ এগুলো নাটক সাজিয়ে ২লাখ টাকা দাবি করেন, ও মারধর করেন, কোনো কুল কিনার না পেয়ে আল-আমীন পরিবার ১লাখ দিয়ে আল-আমীন কে ছাড়িয়ে নিয়ে দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন, এ ব্যাপারে আলামিনের পরিবার দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তি তে দেখা যায় ১ নং আসামী মোঃ লুলু মুন্সি সাবেক মেম্বার ও ফারুক মেম্বার খলশী ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার তারা স্থানীয় চেয়ারম্যান কে না জানিয়েই গ্রাম ও আদালত বসিয়ে ১ লাখ ২০ হাজার জরিমানা করে পকেট ভারি করলেন, সাবেক ১নং ওয়ার্ড মেম্বার লুলি মুন্সি ও ৩নং ওয়ার্ড মেম্বার ফারুক ও তাদের সহযোগী রা। ভুক্তভোগী ফিরোজা বেগম(৪৫) জানান তার স্বামী আছে ও নাতি আছে এ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে তারা ২০ হাজার টাকা হাতিয়ে নেয়, তারা প্রতারক চক্র, তাদের
বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি এই ঘটনার বিচার দাবি করেছেন এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এই ঘটনায় দৌলতপুর থানার
ওসি তদন্ত ফরিদুল ইসলাম বলেন
এ বিষয়ে তদন্ত চলছে অচিরেই এ বিষয় এ সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।