
হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
মোবাইলে অতিরিক্ত আসক্তি থেকে বিরত ও মনোযোগী হয়ে পড়াশুনার জন্য বকাঝকা করায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী। আত্মহত্যাকারী শিক্ষার্থী হলো কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় গ্রামের মহিন উদ্দিন (১২)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়-মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় গ্রামের মজিদুল ইসলাম ও নিলুপা বেগমের ছেলে মহিন উদ্দিন। সে স্থানীয় হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। মহিনের বাবা মজিদ দীর্ঘদিন থেকে নিরুদ্দেশ থাকায় মা নিলুপা বেগম মানুষের ঘরে কাজ করে ছেলেকে নিয়ে দিনযাপন করছিলেন। মহিন পাড়ার দুষ্ট ছেলেদের সাথে মিশে পড়ালেখা না করে মোবাইলে আসক্ত হয়ে পড়ে। এনিয়ে ঘটনার দিন সন্ধ্যায় মা নিলুপা বেগম ছেলেকে বকাঝকা করলে মহিন মোবাইলের বায়না ধরলে মা রাজি হননি। পরে পড়ার কথা বলে নিজের রুমে গিয়ে ফাঁস দেয় মহিন। মা নিলুপা ছেলের পড়ার সাড়াশব্দ না-পেয়ে ঘরে গিয়ে দেখেন ছেলে ফাঁস দিয়ে ঝুলছে। নিলুপার চিৎকারে লোকজন মহিনকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে মনোহরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান- মহিন নামক এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে আমরা বিষয়টিকে আত্মহত্যা বলে বিবেচনা করলেও ময়নাতদন্তের রিপোর্ট আসা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।