
জান্নাতুল বাকী রিপোর্টার
শেরপুর জেলা সদর হাসপাতালে নানা অনিয়ম-অব্যবস্থাপনার রেশ কাটতে না কাটতেই এবার রোগীর অভিভাবকের সঙ্গে অস্বাভাবিক আচরণের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মারজিয়া খাতুন ‘আপু’ বলে সম্বোধন করায় এক রোগী ও তার অভিভাবককে কক্ষ থেকে বের করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী কাজী মাসুম, শহরের নয়ানী বাজার মহল্লার বাসিন্দা, জানান—তার ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়া প্রচণ্ড পেট ব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়। প্রথমে কর্তব্যরত চিকিৎসক ডা. অনন্যা কিছু ওষুধ প্রেসক্রাইব করেন। তবে একটি ওষুধ না পাওয়ায় প্রায় আধা ঘণ্টা পর তিনি আবারও জরুরি বিভাগে ফিরে আসেন। তখন নতুন ডিউটিতে দায়িত্ব নেন ডা. মারজিয়া খাতুন।
মাসুমের দাবি, তিনি বিনয়ের সঙ্গে ডা. মারজিয়াকে ‘আপু’ সম্বোধন করে ওষুধের বিকল্প ব্যবস্থা জানতে চাইলে চিকিৎসক ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে বারবার ধমক দিয়ে রোগী ও তার অভিভাবককে কক্ষ থেকে বের করে দেন।
এ বিষয়ে জেলা সদর হাসপাতালের আরএমও ডা. তাহেরাতুল আশরাফি সাংবাদিকদের বলেন, “ঘটনাটি আমি শুনেছি। হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দিতে হলে শনিবারে হাসপাতালে আসতে হবে। আর সমাধান চাইলে সরাসরি আলাপ করলেই বিষয়টি মিউচ্যুয়ালি মিটে যেতে পারে।”
এদিকে হাসপাতালে উপস্থিত অন্য রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেন, শুধু ডা. মারজিয়াই নন, জরুরি বিভাগের অধিকাংশ চিকিৎসকই রোগী ও স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন।