প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচন পিআর পদ্ধতির দাবিতে উত্তরায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

রাকিব ইদ্রিস

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ৩টায় উত্তরা আজমপুরের মুগ্ধ মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশটি ঢাকা-১৮ আসন নির্বাচন পরিচালনা কমিটি, ঢাকা মহানগর উত্তরের তত্ত্বাবধানে আয়োজিত হয়।

গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঢাকা-১৮ আসন থেকে আমরা আলহাজ্ব মো. আনোয়ার হোসেনের হাতে হাতপাখা প্রতিক তুলে দিলাম। আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আনোয়ার হোসেনের জন্য কাজ করে যাবেন। 

তিনি আরো বলেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আরিফুল ইসলাম, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ্,ইসলামী শ্রমিক আন্দোলন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ,ইসলামী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আবু হানিফ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ্ব আবু জাফর আলম প্রমুখ। 

ঢাকা ১৮ আসন থেকে মনোনীত হাতপাখা প্রার্থী আলহাজ্জ মো. আনোয়ার হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন।

গণ সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান।

বক্তারা বলেন, এই সমাবেশটি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ও দাবিগুলোকে তুলে ধরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়