প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মো: ওসমান গণী, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাত্র এক দিনের নবজাতকের মর্মান্তিক লাশ উদ্ধার হয়েছে। কে বা কারা নিষ্পাপ শিশুটিকে জন্মের পরই ফেলে রেখে যায় ভাসমান অবস্থায়। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার একটি গ্রামীণ ডোবা থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ডোবার পানিতে ভাসতে থাকা নবজাতকের লাশ দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটিকে কে বা কারা ফেলে গেছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়