প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মরিচ্যা চেকপোস্টে বিশেষ অভিযানে ৩ কোটি ৭২ লাখ টাকার মাদক জব্দ

রামুতে ৩০ বিজিবির অভিযানে ১২৪,০০০ পিস বার্মিজ ইয়াবাসহ আসামী আটক

আবু বক্কর সিদ্দিক কক্সবাজার | ২৩ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে ১২৪,০০০ (এক লক্ষ চব্বিশ হাজার) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার এবং এক আসামীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ টাকা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান পরিচালিত হয়। এ সময় সন্দেহজনক একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালানো হলে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক হওয়া চালক উমর রাহিন আরফাত (২৬), পিতা মৃত সেলিম, গ্রাম পূর্ব ষোল শহর, চট্টগ্রামের চাঁন্দগাঁও থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবার ব্যাপারে অস্বীকার করেন। তবে বিস্তারিত তল্লাশিতে ইয়াবা পাওয়া গেলে তিনি সহযোগীদের নাম প্রকাশ করেন। তার ভাষ্যমতে, কক্সবাজার সদর উপজেলার বাজারঘাটা এলাকার মো. রশিদ (৪০), পিতা অলি আহম্মদ—উক্ত মাদক চোরাচালানীর সাথে জড়িত।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সীমান্ত নিরাপত্তা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রেখে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়