প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

" পিতা-পুুত্র আটক যৌথ বাহিনীর অভিযানে, যৌন উত্তেজক ও নেশাজাতীয় ট্যাবলেট জব্দ "

বরুণ সিং 

ক্রাইম প্রতিনিধি: 
জাতীয় দৈনিক সরেজমিন বার্তাঃ

গাইবান্ধার  সাঘাটায়  উল্যা ভরতখালী বাজারে  যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ পিতা ও পুত্রকে আটক করা হয়েছে। 

২২ সেপ্টেম্বর-২০২৫ইং সোমবার রাতে বিশ্বস্ত সুত্রে পাওয়া বার্তানুযায়ী এই অভিযান পরিচালিত হয়, বোনারপাড়া অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন- তাহসিন তামিমের নেতৃত্বে উল্যা ভরতখালী বাজারের একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে - নেশাজাতীয় নাইস মুলিড বাবা ১ হাজার ২শ পিচ,  ৯২পিচ টারপেন্ডাসহ প্রায় ৪ লক্ষ্যাধিক টাকা মুল্যমানের নিষিদ্ধ বিভিন্ন ঔষধ জব্দ করা হয়। 

এ সময় ঔষধ দোকানদার হেলাল মিয়া(৫০) এবং  তার ছেলে শাওনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ী অন্তরালে এসব বিক্রি করে আসছিলেন। 
যৌথ বাহিনীর অভিযানে জব্দকৃত মালামাল ও আটককৃতদের সাঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়