
মোঃ রিপন হাওলাদার:
রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ সুজন মন্ডল (২৯)-কে ফরিদপুর কোতয়ালী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ জানায়, গত ২৩ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যায় রাজবাড়ী সদর থানার মুচিদহ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সুজন মন্ডলসহ কয়েকজন আসামি আমজাদ খানের বসতবাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও মারধর করে। এতে গুরুতর আহত আমজাদ খানকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা (নং-২৭, তারিখ-২৪/০৭/২০২৫ খ্রি.) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-১০ আসামি গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে র্যাব-১০ এর আভিযানিক দল ফরিদপুর কোতয়ালী থানাধীন জোবয়দা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে সুজন মন্ডলকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।