
ডেস্ক রিপোর্ট:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার আগামী ২৯ সেপ্টেম্বর পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় তিনি এই ইবাদতের সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন।
এডভোকেট রফিক সিকদার দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি, সমাজ ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি আইনের পেশায় থেকে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলীয়ভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
জাতীয় রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার অবদান রয়েছে। শিক্ষা, মানবসেবা ও দুঃস্থদের সহযোগিতায় তিনি নানা উদ্যোগ নিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে সৎ, নির্লোভ ও কর্মঠ নেতা হিসেবে তিনি বিশেষভাবে সমাদৃত।
তার ওমরাহ যাত্রা উপলক্ষে পরিবার-পরিজন, সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধারা দোয়া কামনা করেছেন। তিনি দেশে ফেরার পর দলের সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন দলের নেতাকর্মীরা।