প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে উত্তাল হবে রাজপথ: জুলাই সনদ ও পিআর ভিত্তিক নির্বাচনের দাবিতে যুগপৎ মিছিলের ডাক।

দোলা দেওয়ান:

রাজনীতির শীতল অঙ্গনে আবারও জাগরণ! রাজপথে গর্জে উঠতে যাচ্ছে ইসলাম।

 জুলাই সনদের আলোকে প্রতিনিধি-ভিত্তিক (পিআর) নির্বাচনের দাবিতে ২৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে যুগপৎ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।

সত্যের মিছিলে ফের সরব মুফতি মাসুম বিল্লাহ! ২২ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ জানিয়েছেন,

> "জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট, গণহত্যার বিচার ও ভারতীয় দোসরদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো এখন সময়ের দাবি। ফ্যাসিস্ট আওয়ামী একনায়কতন্ত্রকে বিদায় জানাতে জনগণ প্রস্তুত।"

 

তিনি হুঁশিয়ার করে বলেন,

> "বিশেষ ট্রাইব্যুনালে ১৪ দল ও জাতীয় পার্টির বিচার করতে হবে। বিচার চলাকালীন এদের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দেশকে বাঁচাতে হলে মজলুম জনতার ঐক্যই একমাত্র পথ।"

 

তিনি আরও জানান, ২৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ডিআইটি চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে থাকবে।

জামায়াতও পিছু হটছে না! অপরদিকে, একই দিন একই দাবিতে রাজপথে নামছে জামায়াতে ইসলামী। নারায়ণগঞ্জ মহানগর প্রচার সম্পাদক মমিন জানিয়েছেন,

> "আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনকালে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি চলবে।"

 

জামায়াত ইতিমধ্যেই বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় একযোগে মিছিলের ডাক দিয়েছে।

৫ দফা দাবি:

1. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন।


2. সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালু।


3. নির্বাচনকালীন অবাধ ও সুষ্ঠু পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।


4. ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার।


5. ভারতের দোসর ১৪ দল ও জাতীয় পার্টির বিচার ও রাজনৈতিক নিষিদ্ধ ঘোষণা।


জনগণের ভোটাধিকার, প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। সামনে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরির ইঙ্গিত দিচ্ছে এই যুগপৎ কর্মসূচি।

২৬ সেপ্টেম্বর, নারায়ণগঞ্জের রাজপথে নামছে যারা ইসলামী রাজনীতির ধারক ও বাহক—দেখার পালা, রাজপথে কার আওয়াজে প্রকম্পিত হয় শহরের বাতাস!

  • সর্বশেষ
  • জনপ্রিয়