
বিশেষ, প্রতিবেদক, প্রবীর কুমার তালুকদার সুজিৎ,
বৃহস্পতিবার ১ অক্টোবর ২০২৫ বিজয়া দশমীর দিনে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, ফরিদপুরের১০ নং কৈজুড়ী ইউনিয়নের ওয়ার্ডের সাচিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের, সাচিয়া সর্বজনীন দুর্গা মন্দিরে বিগত ৮ বছর ধরে পূজা অনুষ্ঠিত হয়, ইউনিয়নের ইসছাইল গ্রামের ৬ নং ওয়ার্ডের উত্তর পাড়া কীর্তনীয়া বাড়ীর সর্বজনীন দুর্গা মন্দিরে বিগত ৫ বছর ধরে পূজা অনুষ্ঠিত হয়, ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের শ্রীধরপুর মন্ডল বাড়ি সর্বজনীন দুর্গা মন্দিরেপূজা অনুষ্ঠিত হয়ঃ সাচিয়া দুর্গা মন্দিরের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কৃষ্ণপদ সরকার, (সভাপতি) পলাশ বিশ্বাস, সাধারণ, সম্পাদক)বাবলু কুমার মজুমদার, (সহ-সভাপতি)শংকর ঠিকাদার, (সাংগঠনিক সম্পাদক)কনিকা রানী মন্ডল,সুমি রানী বিশ্বাস,প্রমোখ, ইসাইল উত্তর পাড়া কীর্তনীয়া বাড়ি সর্বজনীন দুর্গা মন্দির থেকে বক্তব্য রাখেন,বাবু পরিমল চন্দ্র কীর্তনীয়া, (স্কুল শিক্ষকও সভাপতি) প্রভাস চন্দ্র বিশ্বাস, (সাধারণ, সম্পাদক) বাবু আনন্দ চন্দ্র বিশ্বাস,পবিত্রা রানী রায়, সুবর্ণা কীর্তনীয়া,বাসুদেব সরকার (হারান) প্রমুখঃ শ্রীধরপুর মন্ডলবাড়ী সর্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাবু সন্তোষ কুমার মন্ডল, (সভাপতি) অখিল চন্দ্র বিশ্বাস (সাধারণ, সম্পাদক) গোপেশ কুমার বিশ্বাস, (সদস্য) অন্তরা সরকার, (স্টুডেন্ট)দিপালী রানী সরকার প্রমুখঃ আমাদের (বিশেষ, প্রতিবেদক) প্রবীর কুমার তালুকদার সুজিৎ, কে সকলে জানিয়েছেন, আমরা প্রত্যেকদিন পূজা শেষে ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করেছি ও সকল ভক্ত-বৃন্দ শুভা-কাঙ্ক্ষীদেরজন্য শারদীয় দুর্গা মায়ের কাছে সার্বিক মঙ্গল কামনা করেছি, আমাদের অনুষ্ঠানটি প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
জাতীয় দৈনিক সরেজমিন বার্তা।