প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত

প্রবীর কুমার তালুকদার সুজিৎ, বিশেষ প্রতিবেদকঃ

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ — বিজয়া দশমীর দিনে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ফরিদপুর পৌরসভার ২৭নং ওয়ার্ডের দেওড়া পালপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

বিগত ২৫ বছরের ন্যায় এ বছরও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়। মুন্সিবাজার কাপুরা বিশ্বাস বাড়ির সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে ব্রিটিশ আমল থেকে পারিবারিকভাবে পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। স্থানীয়দের ভাষায়, ‘আমাদের মন্দিরের মাতা জাগ্রত, তাই আমরা প্রতি বছর শ্রদ্ধা ও ভক্তি সহকারে পূজা করি।’

দেওড়া মুন্সিবাজার কর্মকার বাড়িতে বিগত ৩০ বছর ধরে নিয়মিত পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। অপরদিকে কাপুরা পূর্বপাড়া খেয়াঘাট মালোপাড়ায় গত ১৫ বছর ধরে দুর্গা পূজা উদযাপিত হচ্ছে।

দেওড়া পালপাড়া মন্দিরে বক্তব্য রাখেন বাবু উত্তম কুমার পাল, লক্ষণ কুমার পাল (কোষাধ্যক্ষ), তিথি পাল (নার্স) ও স্বপ্না রানী পাল প্রমুখ।
মুন্সিবাজার বিশ্বাস বাড়িতে বক্তব্য রাখেন স্বর্গীয় গয়নাথ বিশ্বাসের ছেলে বাবু আশুতোষ বিশ্বাস, রঞ্জিত বিশ্বাস, চন্দ্রমল্লিকা বিশ্বাস (ছাত্রী), শ্যামা রানী বিশ্বাস ও পুরোহিত উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ।
মুন্সিবাজার কর্মকার বাড়িতে বক্তব্য রাখেন স্বর্গীয় জগদীশ কর্মকারের ছেলে বাবু গৌরাঙ্গ কর্মকার, তরুণ কর্মকার, দীপিকা কর্মকার, তন্বী কর্মকার ও পুরোহিত অশোক কুমার চক্রবর্তী প্রমুখ।
কাপুরা পূর্বপাড়া খেয়াঘাট মালোপাড়ায় বক্তব্য রাখেন গৌতম মালো, রবি মালো, সুমন মালো, সঞ্জিৎ কুমার মালো, সাধনা মালো ও ভারতী মালো প্রমুখ।

বিশেষ প্রতিবেদক প্রবীর কুমার তালুকদার সুজিৎ সরেজমিনে গিয়ে জানান, প্রতিটি পূজা মণ্ডপ থেকেই আয়োজকেরা জানিয়েছেন—
“আগামী বছর আরও সুন্দরভাবে আমরা দুর্গাপূজা আয়োজন করব। বিজয়া দশমীতে আমরা মায়ের কাছে দেশবাসীসহ সকল শুভাকাঙ্ক্ষী ও ভক্তবৃন্দের শান্তি ও দীর্ঘায়ু কামনা করেছি।”

প্রতিদিন পূজার শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়।
সরকারি প্রশাসনের কঠোর নিরাপত্তায় এ বছরের দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়