প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর সদর উপজেলার ১০ নং কৈজুড়ী ইউনিয়নের পিয়ারপুরে শারদীয় দুর্গাপূজা পূজা অনুষ্ঠিত

স্বপন কুমার শীল:

 বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫ -বিজয়া দশমীর দিনে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ হধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ফরিদপুরের ১০নং কৈজুড়ী ইউনিয়নের পিয়ারপুর গ্রামের ১ নং ওয়ার্ডে ২টা পূজা হয়েছে, পিয়ারপুর সর্বজনীন দূর্গা মন্দিরের পূজা বিগত ১৬ বছর ধরে আমরা করে আসছি,  বক্তব্য দেন:বাবু অশোক কুমার ঘোষ, (সভাপতি)বাবু অনিল কুমার সিংহ,(সাধারণ, সম্পাদক)কৃষ্ণ গোপাল গোস্বামী, (মন্দিরের  পুরোহিত) পুতুল সরকার, প্রমুখ:পিয়ারপুর পারিবারিক দুর্গা মন্দিরের থেকে বক্তব্য দেন  বাবু মনিন্দ্র নাথ সরকার, (সাবেক শিক্ষক) এর স্ত্রী উপমা রানী রায়,আরো,  জানান আমরা বিগত চার বছর ধরে আমাদের এই পূজাটা ছিল মানত করা তারপর থেকে আমরা বাৎসরিক  করার চিন্তা ভাবনা করছি,করে যাচ্ছি যতদিন বেঁচে আছি।দুইটা মন্দিরের পক্ষ থেকেই জানান প্রত্যেকদিন পূজা শেষে প্রত্যেক ভক্তবৃন্দদের মাঝে প্রসাদের সুব্যবস্থা করা হয়, পুজোটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। 


জাতীয় দৈনিক সরেজমিন বার্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়