এ,এফ,এম,কাইয়ুম (জঙ্গি) ব্যুরো-চিফ ফরিদপুর:
বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫ বিজয়া দশমীর দিনে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ফরিদপুর পৌরসভার টেপাখোলা ২৩ নং ওয়ার্ডের পারিবারিক ও রথ - খোলা ১৬ নং ওয়ার্ডের একতা সংঘের সর্বজনীন দুর্গা মন্দিরে যথাযোগ্য মর্যাদায় পূজা অনুষ্ঠিত হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায় তৎকালীন ফরিদপুরের টেপা খোলার জমিদার)বাবু শরৎ চন্দ্র সাহা বিগত ৯০ বছর পূর্বে থেকে দুর্গা - পূজা করে আসছে দক্ষিণাঞ্চলের সব থেকে ব্যয়বহুল সেরা পূজা নামে পরিচিত তিনি মারা যাওয়ার পর থেকে ওনার জামাতা (বিশিষ্ট ব্যবসায়ী) মিস্টার শাখা রাম বাল কৃষ্ণ নায়েক,নিজের অর্থায়নে এই পূজার দেখ ভাল করে আসছিলেন, তিনি বিগত চার বছর আগে মারা গেছেন তাই পূজা সেভাবে জম -কালো পূর্ণভাবে অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় না। লোকমুখে শোনা যায়, এখানে বক্তব্য রাখেন : শরৎ বাবুর নাতনি,স্বপ্না দাস, বিশ্বজিৎ সাহা, চন্দনা সাহা, (আনসারের পিসি) পার্থ বৈরাগী,প্রমুখ :রথ - খোলা মন্দিরের পক্ষ থেকে জানান বিগত ৪০ বছর ধরে শারদীয় দূর্গা পূজা করে আসছি।এখানে বক্তব্য রাখেন : জয়া মিত্র, বীরেন্দ্র মন্ডল, এ এস আই মোঃ শরীফ প্রমুখ :সকলে মিলে জানান প্রত্যেকদিন পূজা শেষ হওয়ার পর প্রত্যেক ভক্তবৃন্দদের মাঝে প্রসাদের সুব্যবস্থা করা হয়। প্রশাসনের সার্বিক সহযোগিতায় শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
জাতীয় দৈনিক সরেজমিন বার্তা।