এবাদুল হোসেন:
চট্টগ্রাম, ৭ অক্টোবর ২০২৫ জাতীয় রাজনৈতিক সংকট মোকাবেলায় জামায়াতে ইসলামীর ঘোষিত ৫ দফা গণদাবিকে সামনে রেখে আইনজীবীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এমপি ও সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার নগরীর বাকলিয়াস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত আইনজীবী গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামায়াতে ইসলামী এই দেশের গণমানুষের সংগঠন। এদেশের আপামর জনতা আজ নিরুপায় হয়ে নতুন বিকল্প নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। ঠিক যেমনটি করেছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব, যিনি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিকে গণআন্দোলনে পরিণত করেছিলেন। আজও তেমন গণদাবি সময়ের দাবি।”
তিনি বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, স্বৈরাচার ও তার দোসরদের নিষিদ্ধকরণ, দোষীদের বিচার এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ—এই ৫ দফা দাবিকে কেন্দ্র করে দেশজুড়ে জনমত গড়ে তুলতে হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, আর সঞ্চালনায় ছিলেন মাওলানা খাইরুল বাশার, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরার সদস্য।
শাহজাহান চৌধুরী বলেন, “আমরা ভেবেছিলাম ৫ আগস্টের ঘটনার পর সব রাজনৈতিক শক্তি স্বৈরাচারবিরোধী প্ল্যাটফর্মে একত্র হবে। কিন্তু বাস্তবে কিছু দল এখনো স্বৈরাচারের পৃষ্ঠপোষকতা করছে, যা জনগণকে হতাশ করেছে।"
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব আমাদের জাতীয় ইতিহাসের অংশ। সেই ধারাবাহিকতায় আজকের এই ৫ দফা দাবি বাস্তবায়নও অনিবার্য। ইনশাআল্লাহ।”
আইনজীবীদের প্রতি আহ্বান
আইনজীবীদের উদ্দেশ্যে শাহজাহান চৌধুরী বলেন, “আপনারাই এই দেশের সংবিধান ও আইনের রক্ষক। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আপনাদেরই অগ্রণী ভূমিকায় এগিয়ে আসতে হবে। ৫ দফা দাবিকে আদালতের বারান্দা থেকে জনতার মঞ্চ পর্যন্ত ছড়িয়ে দিন।”
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায়, ভোটাধিকার রক্ষায় আইনজীবীরা অতীতে যেমন ভূমিকা রেখেছেন, আশা করি বর্তমানে আরও শক্তিশালী ভূমিকা রাখবেন। চট্টগ্রাম বারের শহীদ আইনজীবী সাইফুল আলিফের আত্মত্যাগ আমাদের গৌরব।”
তিনি উল্লেখ করেন, “জামায়াতের ৫ দফা দাবি শুধু দলীয় নয়, বরং একটি জাতিগত মুক্তির রূপরেখা। একটি কল্যাণ রাষ্ট্র গঠনে এটি যুগোপযোগী প্রস্তাবনা।”
বক্তাদের বক্তব্যে জাতীয় ঐক্যের বার্তা
বৈঠকে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরার সদস্য মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, এডভোকেট শামসুল আলম, এডভোকেট আবু তাহের, এডভোকেট জিয়াউর হক, এডভোকেট শাহাদাত হোসেন, এডভোকেট আব্দুল্লাহ গালিব, এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট ফজলুল বারী প্রমুখ।
আলোচনায় অংশ নেন নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, প্রফেসর সাইফুল্লাহ, আমির হোছাইন, এডভোকেট আরিফ, এডভোকেট মিনহাজ উদ্দিন, এডভোকেট জসিম উদ্দিন সরকার, এডভোকেট আবুল কামাল আযাদ, এডভোকেট আব্দুল মুকিন, এডভোকেট আশরাফ সিদ্দিকী প্রমুখ।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, “এই রাষ্ট্রের সংকট সমাধানে রাজনৈতিক ঐক্য প্রয়োজন, আর সে ঐক্য গঠনে আইনজীবীরা অন্যতম চালিকা শক্তি হয়ে উঠতে পারেন।”