প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রিপন হাওলাদার:

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর টোল প্লাজা এলাকা থেকে ১৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে পদ্মা সেতু উত্তর থানাধীন টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এতে প্রায় ৪৮ হাজার টাকা মূল্যের ইয়াবাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মাদারীপুরের শিবচর উপজেলার যাদুয়ারচরের মোঃ নাহিদ সরদার (৩৩) ও একই উপজেলার চরগজারিয়ার অমিত হাসান (২৭)। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাবের এক কর্মকর্তা বলেন, মাদক সমাজের ভয়াবহ ব্যাধি। এটি যুব সমাজকে ধ্বংস করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠছে। র‌্যাব মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়